যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন হিলারি ক্লিন্টন। নতুন একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে। মার্কিন গণমাধ্যম ওয়ার্ল্ড জার্নাল ও এনবিসি নিউজ যৌথভাবে জরিপটি পরিচালনা করে। ডেমক্রেটিক প্রার্থী হিসেবে হিলারি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জরিপে বলা হয়।
চলতি মাসে হিলারি নির্বাচনী প্রচারণার কাজে মাঠে নামার কয়েকদিন পরেই জরিপটি করা হয়। জরিপে অংশগ্রহণকারী তিন চতুর্থাংশ প্রাথমিক ভোটাররা বলেন, ক্লিনটন তাদের প্রার্থী বাছাইয়ে শীর্ষে রয়েছেন। ১৫ ভাগ ভোটার অপর ডেমক্রেটপ্রার্থী বার্নি সেন্ডাসকে বাছাই করে।
প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আলোচনায় আছেন হিলারি ক্লিনটন। রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসাবে নিজেকে তুলে ধরে আলোচনায় আছেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেক বুশ।
১৯৯২ সালে জজর্ বুশ সিনিয়রকে হারিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বিল ক্লিনটন। আবার ২০০১ সালের নির্বাচনে ক্লিনটনকে হারিয়ে বুশ পরিবারের দ্বিতীয় এবং দেশের ৪৩তম প্রেসিডেন্ট হয়েছিলেন জর্জডব্লিউ বুশ। এবার রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ে নেমে বুশ পরিবারের তৃতীয় প্রেসিডেন্ট হওয়ার সম্ভবা সামনে ফ্লোরিডার সাবেক গভর্নর জেক বুশ।