যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের ভোট গণনা এখনও শেষ হয়নি। তবে বিবিসির পূর্বাভাস বলছে, ক্ষমতাসীন থেরেসা মের কনজারভেটিভ পার্টি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।

এরপরও তারা বৃহত্তম দল হবে। এ পরিস্থিতিতে ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, এখন পর্যন্ত ৬৩৪টি আসনের ফল জানা গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩০৯ আসন। লেবার পার্টি পেয়েছে ২৫৮ আসন। এসএনপি ৩৪ আসন। লিব ডেম পেয়েছে ১২ আসন। অন্যান্য দল পেয়েছে ২১ আসন।

ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমনসের মোট আসন ৬৫০টি। কোনো দল এককভাবে ৩২৬ আসন পেলেই মিলবে সংখ্যাগরিষ্ঠতা।

২০১৫ সালে ডেভিড ক্যামেরনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি ৩৩০টি আসন পেয়ে এককভাবে ক্ষমতায় ফেরে। আর বিরোধী দল লেবার পার্টি পায় ২২৯টি আসন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হচ্ছে, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে কিছুটা ঘাটতির মুখে পড়তে পারে কনজারভেটিভ পার্টি। তারা ৩১৮টি আসন পেতে পারে।
আর লেবার পার্টি পেতে পারে ২৬২টি আসন।