ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। অন্যদিকে উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হচ্ছেন মাহি বি চৌধুরী।
বিএনপি এখনও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এই নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলটির অংশ নেওয়ার ইঙ্গিতও দেখা যাচ্ছে। বিএনপি নেতারা মনোনয়নপত্র কিনছেন।
পশ্চিম আগারগাঁওয়ে স্থাপিত উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মাহির পক্ষে মনোনয়নপত্র নেন তার গড়া ফেইসবুকভিত্তিক সংগঠন ‘ব্লু ব্যান্ড কল’র চার সদস্য।
সংগঠনের সদস্য সাইফুল ইসলাম শোভন বলেন, “আমরা সাবেক সাংসদ মাহি বি চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছি।”
বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। দলটি ২০ দলীয় জোটে যোগ না দিলেও তাদের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা রয়েছে।
পটুয়াখালীর সাবেক সংসদ সদস্য রনি বিভিন্ন ঘটনায় বিতর্কিত হওয়ার পর আওয়ামী লীগে অপাঙক্তেয় হয়ে পড়েছেন। মহানগর নাট্যমঞ্চে স্থাপিত দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোয়নপত্র নেওয়া হয়।
তিনি সাংবাদিকদের বলেন, “দেশে বর্তমানে গণতন্ত্র নেই। সুষ্ঠু নির্বাচনের পরিবেশও নেই। দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনা ও ঢাকা দক্ষিণবাসীর সেবার জন্যই তিনি (সেলিম) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”
সবুজবাগ থানা বিএনপির সভাপতি শামসুল হুদা ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র নিয়েছেন বুধবার।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। যাচাই-বাছাই শেষে প্রত্যাহার করা যাবে ৯ এপ্রিলের মধ্যে। ভোট হবে ২৮ এপ্রিল।
মেয়র প্রার্থীকে ইসির নোটিস
ঢাকা উত্তর সিটি করপোরেশনে আচরণবিধি লঙ্ঘন করায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী এখলাছ উদ্দিন মোল্লাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
বুধবার পাঠানো এই নোটিসে আগাম প্রচারণামূলক পোস্টার-বিলবোর্ড না সরানোর বিষয়ে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বলেন, “পুরো নির্বাচনী এলাকা নিজে ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পরিদর্শন করা হচ্ছে। যখনই কোনো অনিয়ম দেখা হচ্ছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
রিটার্নিং কর্মকর্তার অ্যাসাইনমেন্ট কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রথমবারের মতো মেয়র পদে সম্ভাব্য কোনো প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হল। নোটিসের জবাবে সন্তুষ্ট না হলে রিটার্নিং কর্মকর্তা তাকে সতর্ক করবেন।