মেক্সিকোর সীমান্তবর্তী চোয়াহউলা অঙ্গরাজ্যের চিউদাদ একুনা শহরে টর্নেডোর আঘাতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের আঘাতে কয়েকশো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেকে আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের পর ঐ এলাকার অনেকে নিখোঁজ রয়েছেন।

চোয়াহউলা অঙ্গরাজ্যের গভর্নর রুবেন মরিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, ১০ জন পূর্ণবয়স্ক ও তিন শিশু মারা গেছে। এছাড়া এক শিশু নিখোঁজ রয়েছে। আহত দেড়শো মানুষকে হাসপাতালে নেয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ে এক হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নগরীর মেয়র ইবারিসতো লেনিন পেরেজ বলেছেন, গত ১০০ বছরের বেশি সময় পর চিউদাদ একুনা শহরে এটাই প্রথম টর্নেডোর আঘাত। সূত্র: বিবিসি।