নিত্যনতুন জিনিস তৈরি করে বিশ্বকে তাক লাগানো চীনাদের কাছে খুব একটা সমস্যা হয় না। প্রতিদিনই কিছু না কিছু করে সবাইকে চমকে দেয় তারা। তবে এবার তারা যা করেছে বলে দাবি করছে তা এককথায় ভেবে দেখলে অসম্ভব। অথচ সেই অসম্ভব কাজটাই তারা সম্ভব করে দেখিয়েছে বলে দাবি করা হয়েছে।

মাত্র ১৯ দিনে ৫৭ তলা বহুতল তৈরি করল চিনা সংস্থা! ঘটনা হল, মধ্য চীনের একটি নির্মাণ সংস্থা দাবি করেছে যে তারা মাত্র ১৯ দিনে ৫৭ তলা একটি বহুতল তৈরি করেছে যেটি বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত নির্মিত বহুতল। মধ্য চীনের হুনান প্রদেশের চাংসা শহরের ‘মিনি স্কাই সিটি’-তে কাঁচ ও স্টিল দিয়ে এই বহুতল নির্মিত হয়েছে।

সংস্থাটি দাবি করেছে, সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে ফি দিনে ৩টি করে তলা তৈরি করা হয়েছে। সংস্থার ইঞ্জিনিয়ার জানিয়েছেন, “প্রথাগত পদ্ধতিতে করতে গেলে একটার উপর একটা ইট সাজিয়ে করতে হত। কিন্তু আমাদের পদ্ধতিতে আমরা শুধু ব্লকগুলিকে পরপর সাজিয়েছি।”

এই পদ্ধতিতে তৈরি বাড়িগুলি যথেষ্ট নিরাপদ দাবি করে নির্মাতারা জানিয়েছেন এই ধরনের বাড়িগুলি ভূমিকম্পের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হবে না। তবে এই বিল্ডিংয়ের ভিতরের স্পেস নিজেদের মতো করে ‘কাস্টমাইজড’ করার খুব একটা সুযোগ নেই বলেও জানানো হয়েছে।