প্রথম বাংলাদেশী নাগরিক হিসেবে মোস্তাক শাকিল আহমেদ বিশ্ববিখ্যাত আইটি প্রতিষ্ঠান মাইক্রোসফটের গ্লোবাল বিজনেস সাপোর্ট বিভাগের জাপানে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ পেয়েছেন! গতকাল শুক্রবার থেকে এ নিয়োগ পান। শাকিলের অধীনে মাইক্রোসফট জাপানের এন্টার প্রাইজ আর প্রিমিয়ার ইঞ্জিনিয়াররা মাইক্রোসফটের সাতিয়া নাদেলার ‘ক্লাউড ফার্স্ট মোবাইল ফার্স্ট’ এ শ্লোগান নিয়ে কাজ করবেন।
মোস্তাক শাকিলের জন্ম যশোরে। তিনি শিঙহুয়া ইউনিভার্সিটি থেকে কম্পিউটার এ উচ্চতর ডিগ্রী নিয়ে গত ১৪ বছর ধরে মাইক্রোসফট এ কর্মরত আছেন। এর আগে তিনি এশিয়ার কনজুমার সাপোর্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর হিসেবে জাপান মাইক্রোসফটে কর্মরত ছিলেন। এছাড়া সিয়াটলে মাইক্রোসফটের প্রধান কার্যালয়ে বিভিন্ন ইনঞ্জনিয়ারিং বিভাগে ম্যানেজমেন্টে কর্মরত ছিলেন। জীবনের বেশিরভাগ সময় দেশের বাইরে থাকলেও তিনি দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং ডিজিটাল বাংলাদেশের জন্য ভবিষ্যতে কাজ করবেন বলে আশা করেন। উইন্ডোজ এক্সপির বাংলা সংস্করণের সময় শাকিল উইন্ডোজ বিভাগে কর্মরত ছিলেন এবং প্রত্যক্ষ ভাবে এর সাথে সম্পৃক্ত ছিলেন।