আজ বুধবার মহান বিজয় দিবস। বহু প্রাণ ও সম্ভ্রমের বিনিমেয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর গৌরবের এই দিনটি এসেছিল। বিশ্ব দরবারে উদিত হয়েছিল নতুন সূর্য, সোনার বাংলা- বাংলাদেশ।
বিজয়ের ৪৪ বছর উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে স্থাপিত শহীদ বেদিতে নেমেছে মানুষের ঢল। শহীদদের প্রতি জাতির হৃদয় নিংড়ানো শ্রদ্ধা। শহীদ বেদিগুলো পূষ্পমাল্যে যেন টুইটুম্বুর। সর্বত্রই সাজ সাজ রব। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, বাড়ি, গাড়ি এমনকি নৌযানগুলোতেও পতপত করে উড়ছে লাল-সবুজের পতাকা।
নারী-শিশু, আবাল-বৃদ্ধ, তরুণ-যুবকদের শরীর আজ ঢেকে গেছে লাল-সবুজের অবগাহনে-পতাকার রঙে। রাজধানীসহ দেশের ছোট-বড় শহরগুলোর প্রধান সড়ক ও ভবন আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। বাজছে দেশাত্মবোধক গান; উজ্জীবীত করার-দেশকে ভালোবাসার সেকি সুরেলা আহ্বান। সড়কে সড়কে, শিক্ষাপ্রতিষ্ঠান, মহল্লায় বের হয়েছে বিজয় র্যালি।ধ্বনিত হচ্ছে তোমার-আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা।
দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রাম ও অতঃপর নয় মাসের মহান মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বহু আকাঙ্ক্ষিত এই দিনটি বাঙালি অর্জন করে। ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী বাঙালির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের ৪৪ বছর পূর্ণ হল আজ। তাই প্রতিবছরের মতো মুক্তির আনন্দে বিভোর কৃতজ্ঞ বাঙালি জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজ স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই অকুতোভয় বীরদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়। বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। সাভারে জাতীয় স্মৃতিসৌধসহ সারা দেশে স্মৃতির মিনারগুলো আজ ফুলে ফুলে ছেয়ে গেছে। জাতি শ্রদ্ধা আর ভালোবাসায় গাইছে মুক্তির জয়গান। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাণী দিয়েছেন। পৃথক বাণীতে তারা স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী মুক্তিযোদ্ধাদের জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বলে আখ্যায়িত করেন। ১৬ ডিসেম্বর প্রথম প্রহর থেকেই শুরু হয় দেশের জন্য প্রাণ বিসর্জনকারী মুক্তিযোদ্ধা আর সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। রাতের শীত আর কুয়াশাকে তুচ্ছজ্ঞান করে লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধসহ দেশের শহীদ বেদিগুলোতে। ভোর থেকে মিছিলের শ্রোত গিয়ে মিলে সাভার জাতীয় স্মৃতিসৌধে।