ভূমিকম্পে রাজধানীর ইডেন কলেজে দুই বছর আগে নির্মিত একটি ছাত্রাবাসে ফাটল দেখা দেওয়ায় সেখান থেকে সব ছাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে কলেজ কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর থেকে ইডেনের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা হল ছাড়তে শুরু করেন। বিকাল ৪টার মধ্যে ছাত্রবাসটি খালি করা হয়।
ইডেনের ১১তলাবিশিষ্ট এই ছাত্রাবাসে ১ হাজার ২০০ ছাত্রী থাকেন। ২০১৩ সালে এই ছাত্রাবাসের নির্মাণকাজ শেষ হয়।
পর পর দুই দিনের ভূকম্পনে ছাত্রাবাসটির ২৯টি কক্ষে ফাটল দেখা দিয়েছে বলে ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা জানিয়েছেন।
তিনি বলেন, “ভূমিকম্পের পর ২৯টি কক্ষে ফাটল দেখা দেওয়ায় নিরাপত্তার কারণে সাত দিনের জন্য ছাত্রীদের হল ছাড়তে বলা হয়েছে।”
কী কারণে ওই সব কক্ষে ফাটল দেখা দিয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেননি অধ্যক্ষ। প্রধান প্রকৌশলী ছাত্রাবাসটি পরীক্ষা শেষ করলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
রোববারও ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। তবে এতে কোনো ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
সোমবার বেলা ২টার দিকে ইডেন কলেজে গিয়ে দেখা যায়, ব্যাগপত্র নিয়ে ছোট ছোট দলে হল ছাড়ছেন ছাত্রীরা।
নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রী বলেন, “আগে থেকেই হলে ফাটল ছিল, ভূমিকম্পের পর নতুন করে ফাটল দেখা দিয়েছে।”
এক বছর আগে ইডেন অধ্যক্ষের দায়িত্ব নেওয়া হোসনে আরা বলেন, “আগে থেকেই ওই হলে কোনো নির্মাণত্রুটি ছিল কি না, আমি তা বলতে পারব না।”