Home Hot News Today ভুল করে পাঠানো ম্যাসেজ ডিলিট করা যাবে!

ভুল করে পাঠানো ম্যাসেজ ডিলিট করা যাবে!

0

 আমাদের মনের কথা মেসেজের মাধ্যমে আদান-প্রদান করি। প্রিয়জনকে মেসেজ পাঠাবেন বলে খুব মনোযোগ দিয়ে মেসেজটি লিখলেন, কিন্তু ভুল করে তা পাঠিয়ে দিলেন অন্য কাউকে।

এরপর থেকে চিন্তায় ঘুম চলে যাওয়ার উপক্রম হয়েছে। ভাবছেন সব জেনে গেল বা কার কাছে গেচে আপনা নিজেও জানেন না। এই রকম ঘটনা অনেকের ক্ষেত্রেই মাঝে মাঝে ঘটে থাকে। এই ভুলের ফলে বিভিন্ন সমস্যারও সন্মুখীন হয়েছেন অনেকে। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার দিন চলে এসেছে।

এবার ভুল করে অন্যকে মেসেজ বা বার্তা পাঠালেও তা আপনি ডিলিট করতে পারবেন আপনার মোবাইল থেকে। ‘রাকিম’ নামে এমনই নয়া অ্যাপ বাজারে এসেছে।

এই অ্যাপের সাহায্য নিজের ফোন থেকেই ডিলিট করে ফেলতে পারবেন অন্যকে পাঠানো যেকোনো অপ্রয়োজনীয় SMS। ডিলিট করা মাত্রই আপনার ভুল করে পাঠানো SMS টি আপনার সেন্ডবক্স ও সেই ব্যক্তির ইনবক্স থেকে মুছে যাবে।