ভারতের উত্তর প্রদেশের কানপুরে ট্রেন লাইনচ্যুত হয়ে ৯৬ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। রবিবার ভোর রাতের কিছু আগে কানপুর শহরের নিকটে ইন্দোরে-পাটনা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই দুর্ঘটনার পর থেকে দেশটির উদ্ধারকারী দল সেখানে অভিযান চালাচ্ছে। বগির ধ্বংসাবশেষ থেকে আরো লাশ পাওয়া যেতে পারে বলে ধারণা করছে তারা। এ ছাড়াও আহতদের মধ্যে থেকে বেশ কয়েকজনের অবস্থা জটিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে এই দুর্ঘটনার তদন্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি।
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্ঘটনার কোন সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে ধারণা করে হচ্ছে অতিরিক্ত যাত্রী গ্রহণ ও রেল লাইনের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান রেলওয়ের কর্মকর্তারা। টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি।