Home Hot News Today ভারতে চালু হচ্ছে সোলার পাওয়ার ওয়াইফাই

ভারতে চালু হচ্ছে সোলার পাওয়ার ওয়াইফাই

ভারতে চালু হতে যাচ্ছে সোলার পাওয়ার ওয়াইফাই ইন্টারনেট নেটওয়ার্ক। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচীর অংশ হিসেবে দেশটির প্রত্যন্ত অঞ্চলে এই ওয়াইফাই চালু করা হবে। এটি হবে শক্তিশালী ওয়াইফাই নেটওয়ার্ক। এই ওয়াইফাই নেটওয়ার্কের জন্য ইতোমধ্যে বেস স্টেশনে ১০০ জিবিপিএস অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হয়েছে।

আজ এই ওয়াইফাই নেটওয়ার্কের উদ্বোধন করবেন ভারতের যোগাযোগ মন্ত্রী রবি সংকর প্রসাদ।

ভারতের টেলিকমিউনিকেশন বিভাগের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট জানিয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যের গ্রামাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আসতে যাচ্ছে। এতে করে ঐসব এলাকার বাসিন্দারা কম খরচে দ্রুত গতির ইন্টারনেট সুবিধা পাবে।

অন্যদিকে এই ওয়াইফাই ইন্টারনেট সরবরাহ করার জন্য বাড়তি বিদ্যুতের কোনো প্রয়োজন নেই। সৌর শক্তি থেকে টাওয়ার ও বেস স্টেশন প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করবে। এসব স্টেশনে থাকবে ওয়াইফাই হট স্পট, স্টেশন কন্ট্রোলার, এটিএমএস, ডাটাবেস সার্ভার।

ওয়াইফাই ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে সেখানে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হবে।