বাসায় কাজ করছেন। হঠাৎ কেটে গেল অথবা ডাক্তারের চেম্বারে ইনজেকশন দিচ্ছেন। বের হলো খানিকটা রক্ত। কম-বেশি অনেকেই রক্ত দেখলে মূর্ছা যান। শুধু তাই নয় অনেকে টিভির পর্দায় রক্তাক্ত অবস্থা দেখে মূর্ছা যান, মাথা ঘোরায়। কেন এমন হয় এর কোনো যৌক্তিক বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
গবেষণায় দেখা গেছে, শতকরা ২ থেকে ৪ ভাগ লোক রক্ত দেখে মূর্ছা যান। এমনকি আরও বিপর্যয় হতে পারে। এ ব্যাপারে অস্ট্রেলিয় কার্ডিওলজিষ্ট ফেইনটিং রিসার্সার ড. সুজানের মতে, কেন এমনটি ঘটে তার সুস্পষ্ট কারণ এখনো বের করা যায়নি। তবে তিনি উল্লেখ করেছেন নিশ্চয়ই এর পেছনে কোনো বৈজ্ঞানিক রহস্য লুকায়িত আছে।
তবে বিশেষজ্ঞগণ যেসব কারণে মূর্ছা যাওয়া হয় বা লোকে ফেইন্ট হয়ে পড়ে এর একটা কারণ উল্লেখ করেছেন। যেমন- ইনজেকশনের সুই দেখলে, অতিমাত্রায় কাশি ও শ্বাসকষ্ট হলে, খাওয়ার সময় গলাধকরণে সমস্যা হলে, প্রাকৃতিক কার্য সম্পাদনের সময়, অতিরিক্ত ব্যথা অনুভূত হওয়া, এমনকি চুলকাটার সময় মূর্ছা যেতে পারেন। এছাড়া অনেকের ব্লাড ফোবিয়া থাকে। তারা রক্ত দেখতে পারেন না। তবে যাদের ব্লাড ফোবিয়া থাকে তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং ভায়োলেন্স ও ব্লাড শেডিং জাতীয় দৃশ্য দেখা থেকে বিরত থাকতে হবে। তাহলে ব্লাড ফোবিয়াজনিত মূর্ছা যাওয়া বা ফেইন্টিং থেকে রেহাই পেতে পারেন।