ভারতের সঙ্গে খেলতে খেলতে ভারত-প্রীতির উদাহরণ খুঁজে পাওয়া যাবে বহু ক্রিকেটারের মধ্যেই। সাবেক অস্ট্রেলিয়ান স্পিডস্টার ব্রেট লি ভারতের জন্য তাঁর ভালোবাসাটা বেশ পাকাপোক্ত করেই প্রকাশ করলেন। আগামী অক্টোবর মাসের ১৫ তারিখ নাগাদ ব্রেট লির প্রথম ভারতীয় ছবি ‘আনইন্ডিয়ান’ মুক্তি পেতে যাচ্ছে, এবিপিলাইভের খবরে প্রকাশ।

ছবিটি অবশ্য ভারতের একক উদ্যোগে নয়, অস্ট্রেলিয়া-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে এই রোমান্টিক ড্রামা। ব্রেট লির বিপরীতে নায়িকার ভূমিকায় রয়েছেন তন্বিষ্ঠা চ্যাটার্জি। ছবিটি পরিচালনা করেছেন অনুপম শর্মা। তিনি অবশ্য সিডনিভিত্তিক চিত্রপরিচালক।

ছবির নির্মাণকাজের অধিকাংশই সিডনিতে, শেষ হয়েছে কিছুদিন আগেই। অস্ট্রেলিয়া ইন্ডিয়া ফিল্ম ফান্ডের (এআইএফএফ) উদ্যোগে নির্মিত এটিই প্রথম ছবি।

ছবিতেও যে ব্রেট লি একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন, তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না! সিডনিনিবাসী এক ভারতীয় নারীর সঙ্গে সাক্ষাৎ, সেখান থেকে প্রেম—এ নিয়ে দুই প্রান্তের মানুষের প্রেমের গল্প। মাঝখানে দুই দেশের সংস্কৃতি এবং অবস্থানগত পার্থক্যের কারণে সম্পর্কের পথে গড়ে ওঠা কিছু বাধা—এসব নিয়েই ‘আনইন্ডিয়ান’-এর গল্প।

ছবির অন্য কলাকুশলীরা হলেন জন হাওয়ার্ড, টিরিয়েল মোরা, মায়া সতিমূর্তি, অর্ক দাস, সারাহ রবার্টস, অ্যাডাম ডান, নিকোলাস ব্রাউন, কুমু মিরানি, সুপ্রিয়া পাঠক, আকাশ কুরানা, পল্লবী সারদা প্রমুখ।