বেলজিয়ামের বিপক্ষে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে রবার্তো মানচিনির দল ইতালি

0
433
বেলজিয়ামের বিপক্ষে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে রবার্তো মানচিনির দল ইতালি
বেলজিয়ামের বিপক্ষে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে রবার্তো মানচিনির দল ইতালি

গতকাল বেলজিয়ামের বিপক্ষে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে রবার্তো মানচিনির দল ইতালি। দুর্দান্ত দুটি গোল করে এগিয়ে যাওয়া দলটি রেফারির কিছুটা বিতর্ক জন্ম দেওয়া এক পেনাল্টির সিদ্ধান্তে ধাক্কা খেয়েছিল। কিন্তু প্রয়োজনের মুহূর্তে নিজেদের পরিচিত রক্ষণাত্মক ফুটবল খেলে সে ঝাপটা সামলে নেয় ইতালি। সাবেক জার্মান ফুটবলার ও কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের মতে এইবার ইতালি এসেছেই কাপ জিততে।

ইতালি সর্বশেষ ইউরো জিতেছিল ১৯৬৮ সালে। এরপর দুটি বিশ্বকাপ জিতলেও আর মহাদেশীয় টুর্নামেন্ট জেতার স্বাদ পায়নি দেশটি। বহুদিন পর সে আশা আবার জেগে উঠেছে। সেটাও সম্পূর্ণ ভিন্নধর্মী ফুটবল উপহার দিয়ে। অধিকাংশ বড় দল যখন সাবধানী ফুটবল খেলেছে, সেখানে ইতালি উপহার দিয়েছে আনন্দদায়ী ফুটবল।

এ টুর্নামেন্টে তাদের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন লেফটব্যাক হিসেবে খেলা লিওনার্দো স্পিনাৎসোলা। গতকাল চোট পেয়ে মাঠ ছেড়েছেন এই খেলোয়াড়। শুধু ইউরো নয়, ইতালিয়ান সংবাদমাধ্যমের কথা সত্যি হয়ে থাকলে প্রায় এক বছরের জন্য বাইরে থাকতে হতে পারে তাঁকে।

ইউরোর প্রথম দিন থেকেই ইতালি নিজেদের জানান দিয়েছে এবং তারা যে এবার ইউরো জেতার জন্য প্রস্তুত, এটা তারই সংকেত।

দুর্দান্ত ফর্মে আছে ইতালি। নিজেদের ইতিহাসে অপরাজিত থাকার ৮০ বছরেরও বেশি পুরোনো রেকর্ড এই ইউরোতে এসেই ভেঙেছে। গতকালের পর এ নিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত রইল ইতালি।