বেন্ডগেটের কথা মনে আছে নিশ্চয়ই! ওই যে অ্যাপলের নতুন আইফোন বাজারে আসার পর তা পকেটে রাখলে বেঁকে যাচ্ছে বলে অনলাইন জুড়ে শোরগোল উঠল আর ঘটনাটি পরিচিতি পেয়ে গেল বেন্ডগেট হিসেবে। নামীদামি কয়েকটি ব্র্যান্ডের ফোন বেঁকে যাওয়ার ঘটনা আবারও শোরগোল তুলেছে অনলাইনে।

অ্যাপলের ওই বেন্ডগেট ঘটনার সময় দক্ষিণ কোরিয়ার মোবাইল ফোন নির্মাতা অ্যাপলের প্রতিদ্বন্দ্বী স্যামসাং কর্তৃপক্ষ অ্যাপলকে খোঁচা দিয়ে আর মজা করে দুকথা শুনিয়ে দিয়েছিল। কিন্তু এবারে স্যামসাংয়ের ঘাড়েও এসে পড়েছে ওই একই অভিযোগ। তাঁদের (স্যামসাং) তৈরি গ্যালাক্সি এস৬ এজ ফোনও নাকি বেঁকে যাচ্ছে!
শুধু স্যামসাংয়ের এস৬ এজ নয়, বেঁকে যাওয়ার অভিযোগ উঠেছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসির ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ান এম৯ ফোনটি নিয়েও। এ অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইলেকট্রনিকস ইনস্যুরেন্স কোম্পানি স্কয়ারট্রেড। এই প্রতিষ্ঠানটির অভিযোগ, একই রকম চাপে অ্যাপলের আইফোন ৬ প্লাসের মতোই স্যামসাংয়ের গ্যালাক্সি এস৬এজ, এইচটিসি ওয়ান এম৯ ফোন বেঁকে যাচ্ছে।
বেন্ডবট নামের চাপ প্রয়োগ করার যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখা গেছে আইফোন ৬ প্লাস ও গ্যালাক্সি এস৬ এজ ১১০ পাউন্ড (৫০ কেজি) ওজন সহ্য করতে পারে। এরপরই তা বেঁকে যায়। এইচটিসির স্মার্টফোনটি ১২০ পাউন্ড ওজন সহ্য করতে পারে।
সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস৬ ও এস৬ এজ নামে দুটি স্মার্টফোন উন্মুক্ত করে স্যামসাং। নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনতে ধাতব কাঠামো ব্যবহার করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তৈরি ধাতব কাঠামোর স্মার্টফোনের চেয়ে তাদের স্মার্টফোন ৫০ শতাংশ বেশি টেকসই।
নতুন স্মার্টফোনে রয়েছে পাঁচ দশমিক এক ইঞ্চি মাপের সুপারঅ্যামোলেড স্ক্রিন (১৪৪০ বাই২৫৬০ রেজুলেশন) যাতে বিশ্বের স্মার্টফোনের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি পিক্সেল ঘনত্ব রয়েছে বলে স্যামসাং দাবি করেছে। এতে রয়েছে ৬৪ বিটের ২.১ গিগাহার্টজ অক্টা কোর এক্সিনোস ৭ প্রসেসর যা স্যামসাংয়ের পূর্ববর্তী মডেলের স্মার্টফোনের চেয়ে ৩৫ শতাংশ দ্রুতগতির। এই স্মার্টফোনে ডিডিআর৩ র‍্যামের পরিবর্তে ডিডিআর৪ র‍্যাম ব্যবহার করায় স্মার্টফোনের মেমোরি পারফরম্যান্স ৮০ শতাংশ বাড়বে। স্মার্টফোনের পেছনে এফ১.৯ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ক্যামেরা অ্যাপও উন্নত করেছে প্রতিষ্ঠানটি।
আইফোন ৬ প্লাস বেঁকে যাওয়া নিয়ে ‘বেন্ডগেট’ জনপ্রিয় হওয়ার পর স্যামসাং কর্তৃপক্ষ মজা করে বলেছিল, ‘কার্ভড নট বেন্ড’। আইফোন নিয়ে তখন মজা করলেও এবারে একই বিতর্কের মুখে পড়তে হচ্ছে স্যামসাংকে। গ্যালাক্সি এস৬ এজ বেঁকে যাওয়ার ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর স্যামসাং কর্তৃপক্ষ ওই ভিডিওটিতে দেখানোর পরীক্ষা যথাযথ নয় বলে দাবি করেছে এবং থ্রি পয়েন্ট বেন্ড টেস্ট নামে গ্যালাক্সি এস৬ মডেলের নিজস্ব ভিডিও উন্মুক্ত করেছে।
থার্ড পার্টি ওয়ারেন্টি ফার্ম স্কয়ারট্রেডের ভিডিওর জবাবে এক বিবৃতিতে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনন্দিন ব্যবহারে আমাদের কোনো ফোন বেঁকে যাওয়ার মতো নয় সে বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। মানুষ যখন পেছনের পকেটে ফোন রাখে তখন সাধারণভাবে তাতে ৩০ কেজি পর্যন্ত চাপ পড়ে। আমাদের অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে ৩২ কেজির বেশি চাপ দিলেও ফোন বেঁকে যায় না। স্কয়ারট্রেড যে পরীক্ষা চালিয়েছে তা ঠিক নয়। একটি নির্দিষ্ট পরিবেশে ওই পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ফোনের পেছনের দিকের শক্তি দেখানো হয়নি। সঠিক নিয়মে গ্যালাক্সি এস৬ এজের সামনে ও পেছনে আবার পরীক্ষা করে দেখার কথা বলেছে স্যামসাং। (ফোর্বস)
স্কয়ারট্রেডের ভিডিও লিংক