দুর্নীতি আর লুটপাটের বিচারের ভয়ে আওয়ামী লীগ নির্বাচন দিতে চায় না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ২০ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্য জোটের ইফতার মাহফিলে যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি।
ইফতার মাহফিলে খালেদা জিয়া বলেন, ‘তিনারা তো আছেন ক্ষমতার চিন্তায়। তিনারা এত লুটপাট, এত চুরি, এত চামারি, এত খুন-খারাবি, এত গুম করেছে- মানুষের ভয়ে, বিচারের ভয়ে আজকে তারা ক্ষমতা ছাড়তে চায় না। তাই তারা নির্বাচন দিতে চায় না। তারা জানে যে নির্বাচন দিলে, তাদের ভরাডুবি হবে। মানুষ কীভাবে তাদের প্রত্যাখ্যান করবে, সিটি করপোরেশন নির্বাচনই সে দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে। যদি সত্যিকারের নির্বাচনটা হতে পারত সুষ্ঠুভাবে, তাহলে মানুষ তাদের সত্যিকারের জবাব দিত।’
বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
ইসলামী ঐক্য জোট নেতাদের মধ্যে ছিলেন, অ্যাডভোকেট আবদুল লতিফ, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, যুগ্ম সম্পাদক মুফতি মোহাম্মদ তৈয়্যব হোসোইনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, বাংলাদেশ ন্যাপের মহাসচিব খন্দকার গোলাম মোস্তফা ভূইয়া, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনডিপির মঞ্জুর হোসেন ঈসা, খেলাফত মজলিসের গোলাম আকবর প্রমুখ।
ইফতারের আগে টেবিলে টেবিলে ঘুরে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। এ ছাড়া ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।