জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং গ্রিক রাষ্ট্রপ্রধান আলেক্সিস সিপ্রাস বার্লিনে এক বৈঠকে মিলিত হয়েছেন, আলাপের বিষয়বস্তু- স্থায়ী অর্থনৈতিক সিদ্ধান্তগ্রহণ। এ বিষয়ে এখনও কোনো অগ্রগতি অর্জিত হয়নি বলেই জানা গেছে।
মের্কেল যা বললেন: সোমবার দুই নেতা ঐ বৈঠকে মিলিত হন, মতদ্বৈততা বিসর্জন দিয়ে একটি সাধারণ পাটাতনে দাঁড়ানো লক্ষ্য নিয়ে। তা সম্ভব হয়নি। দিনের শেষে মের্কেল একই কথারই পুনরাবৃত্তি করলেন।
মের্কেল বলেন, আমরা গ্রিসকে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেখতে চাই। আমরা দেখতে চাই- গ্রিস ক্রমশ উন্নতি করছে। সবচেয়ে আনন্দিত হবো তাদের বেকারত্ব সমস্যা দূর হলে।
সিপ্রাসের ভাষ্য: মের্কেলের মধুর প্রত্যাশায় গলেনি সিপ্রাসের মন। কারণ প্রত্যাশার বিপরীতে মের্কেল যেদিকে ইঙ্গিত করছেন (ঋণ গ্রহণের দিকে), সে পথে এগিয়ে ইতোপূর্বে গ্রিসে কোনো স্থায়ী সমাধান আসেনি।
ঠিক এ পরিস্থিতিতে দাঁড়িয়ে তাই সিপ্রাস বলছেন- একটি নবতর রাজনৈতিক সমন্বয় হয়ে পড়েছে অপরিহার্য। অর্থনৈতিক মুক্তির প্রশ্নে তিনি রাজনৈতিক দলগুলোর একটি সমন্বিত অবস্থান জরুরী।