বানিজ্যিক শহর সাংহাই

0
1865

চীনের দক্ষিণাংশে সাংহাই একটি প্রধান শহর। সাংহাই চীনের সবচেয়ে জনবহুল শহরগুলির অন্যতম। সাংহাই শহর Yangtze নদীর মুখে অবস্থিত। সাংহাই শহরটিতে প্রতি বছর প্রায় 6.7 milion দর্শক ভ্রমন করে। পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে বাঁধ এবং শহরের ঈশ্বরের মন্দির অন্যতম। সাংহাই কে চীনের বাণিজ্যিক রাজধানী বলা হয়।

shanghaiবর্তমানের সময়ের ব্যবসায়িক শহরের “জনক” বলা যেতে পারে এই শহরটিকে। আপনার হাতের মোবাইল থেকে শুরু করে কি তৈরী হয় না এই শহরে? উন্নত শিল্প কারকাখানা সমৃদ্ধ এই শহরটি ধীরে ধীরে মাথা সগৌরবে উচূঁ করছে পৃথিবীর বুকে।