বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বাঘ রক্ষার জন্য বিশ্ব ব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বিভিন্ন প্রকল্প রয়েছে। তারা বাঘ সংরক্ষণকে উৎসাহিত করেছে। কিন্তু যখনই বাঘ কমে যাওয়ার খবর প্রকাশিত হয়, তখনই দায়ী করা হয় সরকারকে। যারা রক্ষার দায়িত্ব নিয়েছেন তাদের কেউ কিছু বলেন না। আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে এক আলোচনা সভায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশবাদীদের কটাক্ষ করে তিনি বলেন, সুন্দরবনের বাংলাদেশ অংশ থেকে বাঘ ভারতের দিকে চলে যাচ্ছে বলে অনেকে হৈ চৈ করছেন। কিন্তু আমি বলি, বাঘ ওপারে বেড়াতে গেছে, আবার চলে আসবে। তাদের উদ্দেশে করে মন্ত্রী বলেন, চলেন বাঘ গুণতে যাই। তারপর বলি, কে কতো বাঘ দেখতে পেয়েছি।প্রসঙ্গত, ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাংলাদেশের বন বিভাগ ও ভারতের বন্য প্রাণী ইন্সটিটিউটের সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বাংলাদেশ অংশে বর্তমানে রয়েল বেঙ্গল টাইগার রয়েছে মাত্র ১০৬টি।