প্রমাকে আরো স্বনির্ভর করে তুলেছে জার্মানি

0
682

প্রমাকে আরো স্বনির্ভর করে তুলেছে জার্মানি

আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের প্রশিক্ষণ জার্মানিতে দেওয়া হচ্ছে, তারই আওতায় ৩রা জানুয়ারি এ দেশে এসেছেন প্রমা পারমিতা৷ কাজ করছেন ‘ওয়ান ওয়ার্ল্ড নেটওয়ার্ক’-এর সঙ্গে৷ ১২টা সপ্তাহ এখানে কাটিয়ে ৩০শে মার্চ বাংলাদেশে ফেরার কথা তাঁর৷

download (5)

জার্মানির নর্থ রাইন ভেস্টফেলিয়া রাজ্যে যেসব উন্নয়ন সংস্থা রয়েছে, তাদের ‘আম্ব্রেলা সংগঠন’ বা মাতৃসংস্থা হলো এই ‘ওয়ান ওয়ার্ল্ড নেটওয়ার্ক’৷ তাই প্রমার কাছে আমাদের প্রথম প্রশ্ন, এই মুহূর্তে ঠিক কী ধরনের কাজের সঙ্গে জড়িত আপনি?

প্রমা পারমিতা: জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে নানারকম কাজ করছে ‘ওয়ান ওয়ার্ল্ড নেটওয়ার্ক’৷ এর মধ্যে অন্যতম সামাজিক যোগাযোগের মাধ্যমে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া৷ আমি এ মুহূর্তে সেটাই করছি৷ বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে যে সব বিপন্ন দেশ রয়েছে, সেই দেশগুলি সম্পর্কে, তাদের অবস্থা এবং সমস্যাগুলো সম্পর্কে প্রথমে পড়াশোনা করি আমি৷ তারপর তার থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমের জন্য কিছু ‘পোস্ট’ তৈরি করি৷ পরে সেগুলোকেই ওরা ওদের ওয়েবসাইট এবং ফেসবুক পাতায় দেয়, যাতে মানুষ জানতে পারে অন্যান্য দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কী কী করছে৷

ডয়চে ভেলে: এই বিপন্ন দেশগুলির তালিকায় নিশ্চয় বাংলাদেশ রয়েছে…?

প্রমা পারমিতা: হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই৷ বিপন্ন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম৷ বাংলাদেশের আগে রয়েছে ভানুয়াতু, টোঙ্গা, ফিলিপাইন্স এবং গুয়াতেমালা৷ আমরা মোটামুটি বিশ্ব উষ্ণায়নের ফলে বিপন্ন প্রথম দশটি দেশকে ‘হাইলাইট’ করছি৷

এছাড়াও কি কোনো প্রশিক্ষণ আপনাকে দেয়া হচ্ছে এখানে?

না, এখানে ঐ অর্থে কোনো প্রশিক্ষণ দেয়া হয় না৷ এখানে একটা সংস্থায় কীভাবে কাজ হয় – শুধু সেটা আপনি দেখতে পারবেন, শিখতে পারবেন৷ এই ‘ফেলোশিপ’-এর জন্য আবেদন করার সময় আমার ইচ্ছে ছিল এটা জানা যে, একটা উন্নত দেশের ‘ডেভেলপমেন্ট সেক্টর’ কেমনভাবে কাজ করে৷ বাংলাদেশে আমি একটা কনসালটেন্সি ফার্মে কাজ করি৷ আমি দেখেছি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে একরকমভাবে কাজ হয়, কিন্তু একটি উন্নত দেশ উন্নয়নখাতে কী ধরনের কাজ করে – সেটা জানার একটা আগ্রহ ছিল আমার৷

আপনি এই অভিজ্ঞতা থেকে কী নিয়ে ফিরবেন?

ওরা আগে শুধু এটুকু জানতো যে, জলবায়ু পরিবর্তনের একটা বিরাট প্রভাব রয়েছে বাংলাদেশের ওপর৷ জানতো যে, এর ফলে বাংলাদেশ সমুদ্রে তলিয়েও যেতে পারে৷ কিন্তু বাংলাদেশেও যে এই প্রভাব মোকাবিলায় কাজ হচ্ছে, আমরাও যে সেখানে কিছু কাজ করছি, সে সম্পর্কে ওদের তেমন ধারণা ছিল না৷ তাই আমি বললাম যে, বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের ক্ষমতা অনুযায়ী যে সব কাজ করছে, সেটা অন্যদের জানানো উচিত৷ এছাড়া জার্মানি নিজে জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন না হলেও, নানারকম কাজ হচ্ছে এখানে৷ সেগুলো আমি বাংলাদেশে ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যাঁরা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেন, তাঁদের জানাতে পারবো৷ এই যেমন, ভানুয়াতু-তে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে একটি অ্যানিমেশন ফিল্ম তৈরি করা হয়েছে, যাতে একটা টিয়াপাখি ঘুরে ঘুরে ভূ-পৃষ্ঠের তাপমাত্রা বাড়ার কারণে যা যা হচ্ছে, মানে জলবায়ু পরিবর্তনের খারাপ দিকগুলো মানুষকে জানায়৷ সত্যি, এরকম একটা টিয়াপাখি যদি বাংলাদেশের সমুদ্র তীরবর্তী মানুষদের জন্য সৃষ্টি করা যেত, যে সহজ ভাষায় সাধারণ মানুষকে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর দিকগুলো এবং কোনো বিপর্যয়ের আগে কী করা উচিত – সে সম্পর্কে বুঝিয়ে দিতে পারে!

সাধারণত মুসলিম দেশগুলো থেকে এই আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের প্রশিক্ষণ নিতে ছেলে-মেয়েরা জার্মানিতে আসছে৷ আপনিই বললেন যে এটা হাতে-কলমে শিক্ষা নয়৷ অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে কাজ করার ফাঁকে ফাঁকে এখানকার সংস্কৃতির সঙ্গে, জার্মানির মানুষদের সঙ্গে চেনা-পরিচয়, আলাপচারিতাকে গুরুত্ব দেওয়া হয়৷ তা জার্মানি বা জার্মানদের সঙ্গে এ ক’দিনে আপনি কতটা সম্পৃক্ত হতে পেরেছেন?

জার্মানিতে আসার আগে শুনেছিলাম বিদেশিদের ব্যাপারে জার্মানরা খানিকটা রক্ষণশীল৷ কিন্তু এখানে এসে আমার যাঁদের সঙ্গে পরিচয় হয়েছে, যেমন শুরুতে আমার ‘গাইড’ ছিল বারবারা, সে আমার জন্য যতটুকু করা উচিত তার থেকে অনেক বেশি সাহায্য করেছে৷ এমনকি ও আমায় তাদের বাড়িও নিয়ে গেছে, যেটা ড্যুসেলডর্ফ শহর থেকে বেশ খানিকটা দূরে, একটা ছোট্ট গ্রামে৷ সেখানে ওর বাবা-মার সঙ্গে আমার পরিচয় হয়েছে৷ এমনকি আমার অফিসে যারা আছে – আমি ছাড়া এখানে সবাই জার্মান, ওরাও খুব ‘ফ্রেন্ডলি’৷ আমি যাতে বিভিন্ন জায়গা দেখতে পারি, বেড়াতে পারি, তার জন্য টিকিট কাটতে সাহায্য করে ওরা, অন্যান্য শহরে কী ধরনের অনুষ্ঠান হচ্ছে, সে সব বিষয়ে আমাকে তথ্য, ইন্টারনেট লিংকও দেয়৷ এছাড়া আমার যিনি ‘সুপারভাইজার’, মনিকা, তাঁর দারুণ ‘নেটওয়ার্ক’৷ তিনি আমায় কোলন, বন, স্টুটগার্ট, বার্লিন, এমনকি ব্রাসেলস-এও নানা ধরনের ওয়ার্কশপে পাঠিয়েছেন৷

জার্মানির থেকে আমাদের অনেক কিছু শেখার আছে৷ এখানে সবকিছু কেমন সময়মতো হচ্ছে, সব কেমন ‘সিস্টেম্যাটিক’৷ এই যেমন পরিবহণ ব্যবস্থা – বাস, ট্রাম সব সময়মতো আসছে, যানজট নেই৷ এমনকি আমি যখন লুক্সেমবুর্গে যাচ্ছিলাম, তখন আমার ট্রেনটা ‘মিস’ হয়ে যায়৷ কিন্তু টিকিট কাউন্টারে যেতই ওরা টিকিট কেটে দিল, কোন ট্রেনটা নেব, সেটা কত নম্বর প্ল্যাটফর্মে আসবে, কখন আসবে – সবকিছুর একটা চার্ট হাতে ধরিয়ে দিল, কোনো অসুবিধাই হয়নি৷ তাছাড়া যা বলছিলাম, এখানে আমার কারুর কাছে জবাবদিহি করতে হচ্ছে না৷ আমি নিজের সময়মতো বের হচ্ছি, নিজের মতো কাজ করছি৷ এরপর কাজ যখন শেষ হচ্ছে, তখন ফিরছি৷ নির্দিষ্ট সময়ে বাসায় ফেরার তাড়া না থাকায়, কোনোরকম পিছুটান ছাড়াই আমি পুরো মনোযোগ দিয়ে কাজ করতে পারছি৷ নিজের ওপর ভরসা বাড়ছে৷ প্রথমদিকে ভয় লাগলেও, জানি যে এই ‘কনফিডেন্স’, এই স্বনির্ভরতাটা দরকার, পরবর্তীতে কাজে লাগবে৷

তথ্য, dw news