প্রতিদিন ১ টি হাদিস অথবা আয়াত

0
426

ঈমান ভঙ্গের কারন বা যে কাজ করলে মুসলীম থাকে না

১। আল্লাহর সাথে শরীক করা- ৪;৪৮,১১৬/৩৯;৬৫/৬;৮৩,৮৮/৫;৭২

২। আল্লাহ ও বান্দার মাঝে এমন মাঘ্যম স্থির করা,যার কাছে বান্দা সুপারিশ কামনা করে ও তার উপর তাওয়াক্কুল করে                            ১০;১৮/৩৯;৩/২;১০৭

৩। মুশরিকদেরকে কাফির মনে না করা, ও তাদের কুফরীর ব্যাপারে সন্দেহ পোষন করা। ৩;১৯,৮৫

৪। দ্বিনের যে কোন বিষয় নিয়ে রং তামাশা ও বিদ্রুপ করা। ৯;৬৫,৬৬

৫। জাদু/টোনা ইত্যাদি করা। ২;১০২

৬। মুসলিমদের বিরুধে মুশরিকদের পক্ষ নেওয়া ও তাদের সহযোগিতা করা। ৫;৫১

৭। মূর্তি,প্রতিমা,মানব রচিত সংবিধান ইতাদি সহ অন্যান্য তাগুতকে সম্মান,ভক্তি ও শ্রদ্ধা করা। ৫;৫০

৮। মহাব্বত ও ভালবাসায় আল্লাহর সাথে শরীক ও সমকক্ষ করা ২;১৬৫

৯। যে ব্যক্তি মনে করে যে নবী (সঃ) এর ওপর নাযিল কৃত বিধানের থেকে অন্য বিধান পরিপূর্ন উত্তম অথবা নবী(সঃ)এর বিধান কে অপছন্দ করা। ৩;১৯,৮৫/৪৭;২৮।

১০। আল্লাহর দ্দ্বীন থেকে বিমুখ হওয়া- ৩২;২২