আমরা অনেকেই আমাদের ঘরে থাকা পানির বড় পাত্রে (জগ, কলসি ইত্যাদি) মুখ লাগিয়ে পানি পান করে থাকি। এটা করা নিষেধ।

 

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মশক (কলসি) উপুড় করে তার মুখে পানি পান করতে নিষেদ করেছেন। [মুসলিম, ৫১১১]

 

*******মেডিকেল ব্যাখ্যাঃ কারো মুখে বা লালায় কোন সংক্রমক ব্যাধি থাকলে তা ঐ পাত্রের পানির মাধ্যমে অন্যান্য মানুষের মাঝে সংক্রমিত হতে পারে।