প্রবাসী বাংলাদেশিরা বিভিন্নভাবে ব্যাংক, অর্থ স্থানান্তর সেবার মাধ্যমে যে অর্থ বাংলাদেশে প্রেরণ করে থাকে, তা পাঠাতে অনেক বেশি টাকা ব্যয় করতে হয়। এই সমস্যা দূর করতে আমরা টেকনোলজিস শীঘ্রই বিদেশি অর্থ আদান-প্রদানে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় পেমেন্ট প্রসেসর তৈরির কাজ করে যাচ্ছে, যাতে করে প্রবাসীদের সাথে আর্থিক লেনদেনে খরচ কম হয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে মাইক্রোসফটের সাথে সার্ভিস প্রোভাইডারস লাইসেন্স চুক্তি স্বাক্ষরের সময় আমরা টেকনোলজিসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এই চুক্তির ফলে আমরা টেকনোলজিস মাইক্রোসফট আজুর প্যাকের সাহায্যে প্রস্তুত পাবলিক-প্রাইভেট ক্লাউড অফারিং উন্মোচন করেছে।

এতে করে মাইক্রোসফটের মাইক্রোসফট এক্সচেঞ্জ, শেয়ারপয়েন্ট এসএ, ভয়েজ এস এ এবং ডেস্কটপ এস এ প্রভৃতি সেবা প্রদান করবে আমরা টেকনোলজিস। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আমরা টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া কবীর বশির, মাইক্রোসফট সাউথ-ইস্ট এশিয়া জেনারেল ম্যানেজার মিশেল সিমনস প্রমুখ উপস্থিত ছিলেন।