বিশ্বকাপের মতো কোপা আমেরিকায়ও আর্জেন্টিনার জার্সিতে প্রধান ভূমিকা পালন করেছেন লিওনেল মেসি। দলটাকে বলতে গেলে একক নৈপুণ্যেই নিয়ে এসেছিলেন ফাইনালে। তবে বিশ্বকাপের মতো কোপা আমেরিকার ফাইনালেও ব্যর্থ তিনি। দলকে উপহার দিতে পারেননি শিরোপা। এই দুঃখ ভুলতে পারেননি তিনি। গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে যেমন সেরা তারকার পুরস্কার নিতে অস্বীকার করেছিলেন, দল না জেতায় তেমনি কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হতে না পেরে দুঃখে তিনি টুর্নামেন্ট সেরার পুরস্কার নিতেও অস্বীকার করেন। পুরস্কার বিতরণ মঞ্চে চ্যাম্পিয়নের ট্রফির পাশাপাশি রাখা ছিল টুর্নামেন্ট সেরা তারকার জন্য নির্ধারিত ট্রফিও। কিন্তু মেসি এই ট্রফি গ্রহণে অস্বীকার করলে কর্তৃপক্ষ তা সরিয়ে নেয়। আর্জেন্টাইন এ তারকা অনেক আগেই বলেছিলেন, শিরোপা জিতলে তিনি তার সবকিছু দিয়ে দিতে পারেন। মেসি পুরস্কার না নিয়ে তার প্রমাণও দিলেন।
প্রথমবারের মতো ফুটবলের বড় কোনো আসরে শিরোপা জেতায় চিলিজুড়ে এখানো চলছে উৎসব। তবে উৎসবের নামে অনেকেই আবার লুটপাট ও হাঙ্গামায় জড়িয়ে পড়ছে। এতে তিনজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।