গুলশান ট্র্যাজেডির পর এখন বিশ্বব্যাপী আলোচনায় জাকির নায়েক ও তার টেলিভিশন চ্যানেল পিস টিভি। মুম্বাইভিত্তিক এ চ্যানেলটি  বন্ধের জোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। হামলাকারীদের দুজন জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ ওঠার পরই এ দাবি ওঠে। আর তার প্রেক্ষিতে সম্প্রচার বন্ধের আলোচনা চলছে ভারতে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, এর প্রেক্ষাপটে এই টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দিতে পারে ভারত সরকার। এরই মধ্যে সরকারের তরফ থেকে এ ধরনের তৎপরতা শুরু হয়েছে।  সংবাদে বলা হয়, সম্প্রচারের অনুমতি নেই এমন সব চ্যানেলের ব্যাপারে কঠোর হচ্ছে ভারত সরকার। সেই সঙ্গে ওইসব চ্যানেল প্রচারকারী ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে আনন্দবাজার পত্রিকায় বলা হয়, জাকিরের ওই চ্যানেল দুবাই থেকে সম্প্রচার হয়। ভারতের কিছু অংশে তা দেখা যায় টিভি নেটওয়ার্কের মাধ্যমে। যদিও চ্যানেলের নথিবদ্ধ সদর দফতর মুম্বাইয়ে।
ডা. জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার ভারতে আগে থেকেই নিষিদ্ধ ছিল। পিস টিভি জাকির নায়েক পরিচালিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান।
উল্লেখ্য, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ। এমনকি মুসলিম প্রধান মালয়েশিয়াতেও জাকির নায়েকের বক্তব্য প্রচারের অনুমতি নেই।