ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষরে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী  জাওয়াদ  জারিফ। পুরস্কার না পেলেও আগামী বছর নোবেল পুরস্কারের জন্য অন্তত মনোনীত হতে পারেন এই দুই নেতা । এই ধারণা করেছেন সুইডেনভিত্তিক ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট’ সংক্ষেপে এসআইপিআরআই’য়ের পরিচালক ।

মঙ্গলবার ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু চুক্তির পর এ মন্তব্য করেন এসআইপিআরআই’র নিরস্ত্রীকরণ ও পরমাণু অস্ত্র বিস্তাররোধ বিষয়ক পরিচালক তারিক রউফ ।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় টানা ১৮ দিন আলোচনা শেষে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর নেতারা মঙ্গলবার তেহরানের পরমাণু কর্মসূচী সীমিত করার বিষয়ে চুক্তিতে পৌঁছান।  এ চুক্তির ফলে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে। বিনিময়ে ইরানকে পরমাণু কর্মসূচি সীমিত করতে হবে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ অব্যাহত রাখতে পারবে ইরান। এছাড়া পরমাণু শক্তিধর দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পাচ্ছে দেশটি।