নেপালে গত সপ্তাহের প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে থাকা প্রায় এক হাজার ইউরোপীয় নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত ১২ জন ইউরোপীয় নাগরিকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। নেপালে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তার বরাত দিয়ে খবরটি দিয়েছে বিবিসি।
ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, নিখোঁজদের বেশিরভাগই মাউন্ট এভারেস্টে আরোহণ করার জন্য গিয়েছিলেন আর কিছু গিয়েছিলেন দেশটির প্রত্যন্ত এলাকায় অবস্থিত ল্যাংটন পর্বতে। তিনি আশা প্রকাশ করে বলেন, তাদের বেশিরভাগই হয়ত ভূমিকম্পের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় নিরাপদ কোন স্থানে আছেন।
৭.৮ মাত্রার ওই ভূমিকম্পের পর দেশটিতে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও আরো বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। আর পার্বত্য এলাকাগুলোতে বসবাসকারী লোকজন কী অবস্থায় আছেন তা এখনো জানেনা নেপাল কর্তৃপক্ষ।