বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। তাই দেশের মানুষ আজ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায় ও দেশের উন্নয়ন চায়। কিন্তু সরকার জনগণকে এগুলো দিতে পারছে না। আর এই জন্য আমাদের নির্বাচনের সুযোগ তৈরি করতে হবে। অন্যথায় দেশ আরো ভয়াবহ অবস্থার দিকে চলে যাবে।’

রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

খালেদা বলেন, ‘দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। তাই দেশের মানুষ আজ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায় ও দেশের উন্নয়ন চায়। কিন্তু জনগণকে সরকার এগুলো দিতে পারছে না। আর এ জন্য আমাদের নির্বাচনের সুযোগ তৈরি করতে হবে। অন্যথায় দেশ আরো ভয়াবহ অবস্থার দিকে চলে যাবে।

খাদ্য অধিদপ্তরের পচাগম আমদানি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার পচা গম নিয়ে এসেছে। কিন্তু কেই প্রতিবাদ করে না। আর প্রতিবাদ করলেও কোনো বিচার হয় না। কারণ সরকারি দল দুর্নীতিকে প্রশ্রয় দেয়। আর দুর্নীতি যারা করে তারা আওয়ামী লীগ করে। তাই খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আরামে মন্ত্রীত্ব করে যাচ্ছে।’

তিনি অভিযোগ করেন, ‘বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে সরকার হয়রানি ও নির্যাতন করছে। বিএনপির নেতাদের গ্রেপ্তার করতে না পারলে তাদের বাড়ি-বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাচ্ছে এবং বাড়ি-ঘর জ্বালালি দিচ্ছে। এর নাম কি রাজনীতি, এর নাম কি গণতন্ত্র?’

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সবাই জানেন, দেশের আজ কী অবস্থা। আজ বন্যায় কবলিত দেশ। কিন্তু বন্যা বাড়ি-ঘর হরানো মানুষ কোনো সাহায্য পাচ্ছে না। কারণ এ সরকার মানুষের বিপদের সময় পাশে থাকে না। আর এ কারণে গ্রামের মানুষ ঢাকা মুখী হচ্ছে এবং দালালের হাতে পড়ে নদীতে ভাসছে।’

একই সঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সরকার শুধু জুলুম, নির্যাতন ও লুটপাট করতে পারে। কিন্তু মানুষকে কোনো শান্তি দিতে পারে না।’

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এ সরকারের কাছে কোনো কিছু চেয়ে লাভ হবে না। তাই আপনি বেল নিন। কারণ দেশের মানুষের জন্য প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, জাতীয় পার্টির সভাপতি কাজী জাফর আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মেজর (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান, শওকত মাহমুদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।