নিউইয়র্কের কুইন্সে নাজমা খাতুন (৬০) নামে এক বাংলাদেশী নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার রাত সোয়া ৯টার দিকে কুইন্সের জ্যামাইকা হিলস এলাকার বাসার বাইরে থেকে ছুরিকাহত অবস্থায় নাজমাকে উদ্ধার করা হয়। দ্রুত জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আইন-শৃংখলা বাহিনীর ধারণা, ডাকাতির চেষ্টাকালে বাধা দেওয়ায় নাজমাকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বত্তরা।