নিউইয়র্কে দুটি ভবন ধসে অন্তত ১৯ জন আহত

0
381

নিউইয়র্কে দুটি ভবন ধসে অন্তত ১৯ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে বিস্ফোরণের পর এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ১৭মিনিটে (আন্তর্জাতিক সময় ৫টা ১৭ মিনিটে) এ বিস্ফোরণ ও ভবন-ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এতে পার্শ্ববর্তী আরো চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।ভবন দু’টি নিউইয়র্কের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ও ওয়াশিংটন স্কয়ার পার্ক এলাকার কাছে ইস্ট সেভেন্থ স্ট্রিটের সেকেন্ড এভিনিউতে অবস্থিত।

 এ ঘটনায় কেউ নিহত বা নিখোঁজ হয়নি বলে নিশ্চিত করেছেন নিউইয়র্ক শহরের মেয়র বিল ডে ব্লাসিও।অন্তত দুইশ’ অগ্নিনির্বাপক কর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 ধসে পড়া ভবন দু’টির একটিতে গ্যাস সংযোগ লাইনের কাজ চলছিল বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, গ্যাস সংযোগের কাজ চলাকালেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।