ছাত্র ইউনিয়নের মিছিলে নারীকর্মীর ওপর হামলায় অভিযুক্ত পুলিশের নায়েক আনিসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
জয়েন্ট কমিশনার (লজিস্টিকস) ওয়াই এম বেলালুর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে।
ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।
উল্লেখ্য, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ছয় দফা দাবিতে পূর্বঘোষিত ‘ঢাকা মহানগর পুলিশ কমিশনারের’ কার্যালয় ঘেরাও কর্মসূচিতে গতকাল রবিবার লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান থেকে পানি নিক্ষেপ করে পুলিশ।
এতে ছাত্র ইউনিয়নের অনেক নেতাকর্মী আহত হন। নারী কর্মীদের ওপরই চড়াও হয় পুলিশ। চুলের মুটি ধরে তাদেরকে টানতে থাকে কয়েকজন পুলিশ সদস্য। লাথিও মারতে দেখা যায় কয়েকজনকে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এদিকে ছাত্র ইউনিয়নের মিছিলে নারী কর্মীদের ওপর পুলিশের নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার বিকেলে রিটটি দায়ের করেন সু্প্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন। এতে ওই ঘটনায় দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।