বর্তমানে কম দামের উন্নত কনফিগারেশনের স্মার্টফোনের বাজার দখল করে রেখেছে হুয়াওয়ে ও শাওমির মতো চীনা স্মার্টফোন নির্মাতারা। আর দামি ডিভাইসের বাজারে ক্রমেই দখল বাড়ছে মার্কিন কোম্পানি অ্যাপলের। এ কারণে অ্যাপল ও চীনা কোম্পানিগুলোর মধ্যে পড়ে স্যামসাংয়ের অবস্থা এখন খুব বেশি ভালো নেই।
এই অবস্থায় বাজারের শীর্ষস্থান ফিরে পেতে বাজেট হ্যান্ডসেটে গুরুত্ব দিচ্ছে স্যামসাং। আর সেজন্য গ্যালাক্সি জে৭ এর নতুন সংস্করণ আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান এই হ্যান্ডসেট জায়ান্ট। ‘গ্যালাক্সি জে৭ (২০১৬)’ নামে ডিভাইসটি ইতোমধ্যে চীনের ‘টিনা’র অনুমোদন পেয়েছে। শিগগিরই স্মার্টফোনটি বাজারে আসবে বলে এক খবরে জানিয়েছে ফোন এরেনা।
গ্যালাক্সি জে৭ এর নতুন সংস্করণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে থাকছে ৫ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি এমওএলইডি স্ক্রিন। স্ক্রিনের রেজ্যুলেশন ৭২০*১২৮০।
অ্যান্ড্রয়েড ৬.০.১ প্রি-ইনস্টল করা নতুন জে৭-এ থাকছে এক্সিনোজ ৭৮৭০ এসওসি। এতে আরও থাকছে ৩ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এতে ভিডিও করা ও ছবি তোলার জন্য থাকবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য এতে ২৩ মিলিমিটার এফ/২ দশমিক ২ অ্যাপার্চার লেন্স নিয়ে থাকবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ফোরজি কানেক্টিভিটির এই ফোনে দীর্ঘ সময় ব্যাকআপ সুবিধার জন্য ৩৩০০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকতে পারে।