প্রোফাইল, নোটিফিকেশন এবং টাইমলাইনে টুইটার ব্যবহারকারীরা এখন কাস্টোমাইজড ব্যাকগ্রাউন্ডের বদলে সাদা ব্যাকগ্রাউন্ড দেখছেন।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, সোমবার টাইমলাইনের এ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে টুইটার।
প্রিসেট এবং ব্যবহারকারীরা যেসব কস্টোমাইজড ওয়াল পেপার ব্যবহার করছিলেন, সেগুলোকে সম্পূর্ণ সাদা রঙের ব্যাকগ্রাউন্ডে বদলে দিয়েছে টুইটার। অনেক ব্যবহারকারীরাই মাইক্রোব্লগিং সাইটটির নতুন এ সাদা ওয়ালপেপারকে ‘ব্লাইন্ডিং হোয়াইট’ বলে আখ্যা দিচ্ছেন বলে জানিয়েছে ম্যাশএবল।
নতুন এই পরিবর্তন প্রসঙ্গে টুইটারের এক মূখপাত্র বলেছেন, “ওয়েব থেকে আমরা সব ব্যবহারকারীর হোম এবং নোটিফিকেশন টাইমলাইনের ব্যাকগ্রাউন্ড ইমেজ মুছে দিচ্ছি। এখন থেকে, ব্যাকগ্রাইন্ড ইমেজ শুধু লগড-ইন ব্যবহারকারীরা পাবলিকলি দেখতে পারবেন।” ডিজাইন কনটেন্টের প্রয়োজনে ব্যবহারকারীরা হেল্প সেন্টারের সাহায্য নিতে পারবেন বলেও জানিয়েছেন টুইটারের ওই মুখপাত্র।
ম্যাশএবলের তথ্য অনুযায়ী, ওয়েবসাইটের সেটিং মেন্যুর ‘ডিজাইন’ ট্যাব থেকে টুইটার ব্যবহারকারীরা ছবি পরিবর্তন করতে পারবেন।