Home Hot News Today নকিয়া হেয়ার ম্যাপ

নকিয়া হেয়ার ম্যাপ

0
811

নকিয়া হেয়ার ম্যাপ এখন গুগল এন্ড্রয়েডে আমাদের জন্য এটা শুখবর হলেও এটা মোটেও ভাল খবর নয় গুগলের জন্যে। এই ম্যাপ অন্যান্য ম্যাপের তুলনায় অনেক বেশি ইউসার ফ্রেন্ডলি। খুব সহজেই এর ব্যাবহারকারিরা এর সুবিধাগুলো আয়ত্তকরে ফেলতে পারেন । আর দীর্ঘ ১০ বছরের চেয়েও বেশী সময় ধরে নকিয়া এই ম্যাপ সুবিধা গ্রাহকদের দিয়ে আসছে। গুগল এন্ড্রয়েড ব্যাবহার কারিরা অনেকদিন যাবতই এই মাপ তাদের মোঠোফোনে চেয়ে আসছিলেন।