দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না বিএনপি বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, বন্ধুত্বের জন্য উপঠৌকন নিয়ে গেছেন ভালো কথা, কিন্তু বাংলাদেশের ভূখণ্ডের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না।
বিএনপি ক্ষমতায় গেলে এসব চুক্তি বাতিল করবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে, দেশবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি গ্রহণযোগ্য হবে না।
তিনি বলেন, আমাদের মূলত প্রয়োজন তিস্তার পানি। কিন্তু সে বিষয়ে ভারত একটুও ছাড় দিচ্ছে না। মমতা গতকালও বলেছেন, তিস্তার পানির কোনো ভাগ দেয়া হবে না। তিনি বিকল্প উপায় দেখিয়ে শুভঙ্করের ফাঁকি দিয়েছেন। অথচ আমাদের প্রধানমন্ত্রী সবকিছু দিয়ে দিলেন।