দুই নারীসহ শাহজালালে সোনা আটক

0
494

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ৬২ লাখ টাকা মূল্যের তিন কেজি সোনাসহ মাহমুদা হোসেন (২৫) নামে এক নারীসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

সোমবার মধ্যরাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন তারা।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, মাহমুদার জুতার ভেতরে চারটি সোনার বার পাওয়া গেছে। সেগুলোর ওজন আড়াই কেজি। এর আনুমানিক মূল্য এক কোটি ২২ লাখ টাকা।

 এছাড়া মাহমুদার সঙ্গে একই ফ্লাইটে আসা নুরুল্লাহ নূর (৪৫) নামে আরেকজনের কাছ থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়েছে বলে জানান মইনুল খান। প্রায় আটশ গ্রাম ওজনের এসব সোনার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।
 দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান গুল্ক গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা।