দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে পোশাক শ্রমিক

0
371

দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে পোশাক শ্রমিক

download (1)

৪ মাসের বকেয়া বেতনসহ চুনঝি নিট লিমিটেড চালু না হলে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ কার্যালয় থেকে একচুলও নড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কারখানাটির শ্রমিকেরা।

মঙ্গলবার দুপুর ১২টায় বিজিএমইএ কার্যালয় ঘেরাও করে এখনো পাওনা আদায়ের দাবিতে সেখানে অবস্থান করছেন তারা।

শ্রমিকেরা জানান, গত ৪ মাস কোরিয়ান মালিকানাধীন চুনঝি নিট লিমিটেডের পরিচালক জাফরউল্লাহ বিভিন্ন তালবাহানা করে বেতন না দিয়ে শ্রমিকদের ঘুরাচ্ছে। এখানে কর্মরত ৩ হাজার শ্রমিক বেতন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

ভূক্তভোগী একজন শ্রমিক বলেন, ‘কোরিয়ান মালিক জাফরউল্লাহকে আমাদের পাওনা ঠিকই বুঝিয়ে দিয়ে গেছেন। কিন্তু তিনি তা দিচ্ছেন না। এর আগেও একবার আমরা বিজিএমইএ কার্যালয়ে এসেছিলাম। সময় বেঁধে দেয়ার পরও কোনো সুষ্ঠু সমাধান হয়নি। মালিক বলছেন বিজিএমইএ এবং পুলিশ তাদের পকেটে। তাই এবার বিজিএমইএ কোনো সুষ্ঠু সমাধান করে না দিলে বিজিএমইএর সামনে মাথা ঠুকে মরবো। এখান থেকে চুল পরিমাণও নড়বো না।’

শ্রমিকেরা আরো বলেন, ‘কারখানায় কাজ নেই বলে মালিক যে অজুহাত দিচ্ছেন তা ঠিক নয়। আমরা ৪ মাস থেকেই কাজ করছিলাম। গত দেড় মাস থেকে কারখানা বন্ধ রাখা হয়েছে। মালিক বলছেন, কারখানা খুললে বেতন দেবে। কিন্তু এর কোনো আভাস আমরা পাচ্ছি না।’

এদিকে বিজিএমইএর সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, ‘কারখানার মূল মালিক কোরিয়ান। তিনি বর্তমান পরিচালক জাফরউল্লাহকে ঠিকমতো সব বুঝিয়ে না দিয়েই চলে গেছেন। মূল অপরাধী ওই কোরিয়ান মালিক। তার উচিৎ ছিল শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়া। এখন আমরা বর্তমান পরিচালকের সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু সমাধানের চেষ্টা করছি।’