তিনটি মডেলের আইফোন বাজারে আনতে পারে অ্যাপল

0
479

চলতি বছর নতুন তিনটি মডেলের আইফোন বাজারে আনতে পারে অ্যাপল। তাইওয়ানের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস এ তথ্য জানিয়েছে। ওয়েবসাইটটি জানিয়েছে, বছরের দ্বিতীয়ার্ধে ফোন তিনটি বাজারে আসতে পারে।

তিনটি মডেল হল- আইফোন ৬এস, আইফোন ৬এস প্লাস এবং আইফোন ৬সি। এর মধ্যে আইফোন ৬সি হবে কিছুটা ছোট আকারের ৪ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ।

অ্যাপল সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন খবর প্রকাশ করেছে ডিজিটাইমস। এর মধ্যে কোনটি সত্যি হয়েছে আবার কোনটি সত্যি হয়নি। তাই এবারের এই খবরটির ব্যাপারেও অনেকের মধ্যে রয়েছে সংশয়।

ডিজিটাইমস জানিয়েছে, আইফোন ৬এস এবং আইফোন ৬এস প্লাসে ব্যবহার করা হবে অ্যাপলের সর্বশেষ A9 চিপ এবং আইফোন ৬সি চলবে A8 চিপসেটে।

যদিও আইফোন ৬সি মডেলের কথা এর আগেও কয়েকটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে জানা গেছে। আর অন্য দুটি মডেল বাদ দিলেও এই মডেলটি নিয়ে সম্ভাবনার কথা বলছেন প্রযুক্তি বাজার সংশ্লিষ্টরা।