গ্রহ বুধ’র পৃষ্ঠে প্রথমবারেই সফলভাবে প্রবেশ করা তিন মিটার লম্বা নাসার একটি মহাকাশযান আছড়ে পড়েছে। টানা ১১ বছরের সফল মিশনের পর জ্বালানির অভাবে বুধ’র মহাকাশযানটি ভেঙে পড়ে ।
জিনিউজ’র খবরে বলা হয়েছে, গতকাল বিকেল তিনটা ২৬ মিনিটে বুধ’র বুকে আছড়ে পড়ার আগে টুইটারে অন্তিম বিদায়ের কথা ঘোষণা করে নাসার মহাকাশযানটি।
২০০৪ সালে বুধের অক্ষের উদ্দেশ্যে মহাকাশযানটি লঞ্চ করা হয়। এই যানটির মারফতেই ছোট্ট গ্রহ বুধ’র বুকে বরফের আকারে পানি জমাট বেঁধে আছে বলে জানা যায়।