Home Hot News Today তবুও ভারতকেই সমর্থন করবেন জয়া

তবুও ভারতকেই সমর্থন করবেন জয়া

0

ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারদের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের ভূমিকা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন বাংলাদেশের তারকারাও। তবে জয়া আহসান বলছেন বিশ্বকাপে এখনও তার প্রিয় দল ভারতই।

কলকাতায় বসেই নক আউট পর্বে বাংলাদেশ-ভারত ম্যাচটি উপভোগ করেন জয়া। এখন তিনি কাজ করছেন সৃজিত মুখার্জির পরিচালনায় টালিগঞ্জের সিনেমা ‘রাজকাহিনি’তে। দেশ বিভাগের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

ম্যাচের দিনই ঢাকা থেকে কলকাতায় যান জয়া। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচটি দেখতে যাবেন তিনি। আর তাই ঢাকায় ফিরেছিলেন ভিসা সংক্রান্ত কাজ সারতে।

ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে তিনি জানান, বাংলাদেশ জিতলে ভীষণ খুশি হতেন তিনি তবে হেরে যাওয়াতে একেবারে ভেঙ্গে পড়েননি।

‘বাংলাদেশ জিতলে খুশি হতাম, নবীন হওয়া সত্বেও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের মতো দলের বিপক্ষে সর্বোচ্চটাই দিয়েছে বাংলাদেশ। ফাইনালের টিকিট কাটা হয়ে গেছে আর আমি এখন ভিসার অপেক্ষায়।’

পরবর্তীতে কোন দলকে সমর্থন করবেন, টাইমস অফ ইন্ডিয়ার এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘অবশ্যই ভারত।’