Home Hot News Today তথ্য-প্রযুক্তি খাতের অগ্রগতিতে বাংলাদেশ রোল মডেল’

তথ্য-প্রযুক্তি খাতের অগ্রগতিতে বাংলাদেশ রোল মডেল’

0

ইউএন-এসকাপ (ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক) সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের দৃশ্যমান অগ্রগতির ফলে বাংলাদেশ আজ রোল মডেল। ভবিষ্যতে ইউএন-এসকাপভুক্ত সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ফলে এ অঞ্চল তথ্য-প্রযুক্তি খাতে আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে থাকবে। গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন-এসকাপের নির্বাহী সেক্রেটারি সামসাদ আক্তার। এ সময় বাংলাদেশকে ইউএন-এসকাপের পরবর্তী স্টিয়ারিং কমিটির সভাপতি নির্বাচিত করায় সামসাদ আক্তারকে ধন্যবাদ জানান আইসিটি প্রতিমন্ত্রী। আইসিটি বিভাগের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি শিক্ষা, উদ্ভাবন, স্মার্ট সিটির লক্ষ্য অর্জনে আইসিটি বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন তিনি।