দুর্যোগ মোকাবেলায় এবং নারী ক্ষমতায়নে অনুপ্রেরণা জোগাতে ‘যুবা নারী মিলেমিশে, দুর্যোগে লড়ব একসাথে’ প্রতিপাদ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হল দেশের প্রথম নারী ম্যারাথন। এতে অংশ নেন তিন শতাধিক নারী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ও এভারেস্ট একাডেমির আয়োজনে এই ম্যারাথন পরিচালনা করে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন।

১০ কিলোমিটার দৌড়ে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রীসহ বিভিন্ন অঙ্গনের পেশাজীবী নারীরা। শুক্রবার সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়ে শাহবাগ, কাঁটাবন মোড়, এলিফ্যান্ট রোড, সায়েন্সল্যাব মোড়, নিউমার্কেট, আজিমপুর মোড়, পলাশীর মোড়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, ঢাকা অফিসার্স ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল, ইস্কাটন গার্ডেন রোড ও কাজী নজরুল ইসলাম এভিনিউ ইন্টারসেকশন, হোটেল রূপসী বাংলা ও শাহবাগ হয়ে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে ছিলেন এভারেস্ট জয়ী মূসা ইব্রাহীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস প্রমুখ। অনুষ্ঠানে ‘ঢাকা ওমেনস ম্যারাথনে’ বিজয়ী প্রথম তিনজনকে ট্রফি, পাঁচজনকে নগদ অর্থ ও প্রথম ১০০ জনকে পদক দেয়া হয়। এছাড়া অংশগ্রহণকারীর সবাইকে দেয়া হয় সম্মাননা সনদ। ম্যারাথন দৌড়ে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমি আক্তার, দ্বিতীয় বাংলাদেশ নৌবাহিনীর মেরুনা ও তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য স্মৃতি। দৌড় প্রতিযোগিতায় ২৮৯ জন অংশগ্রহণ করে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।