তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ফোনালাপে ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রিত সিরিয়ার আল-বাব ও রাক্কা শহরে আইএস এর বিরুদ্ধে যৌথভাবে লড়তে রাজি হয়েছেন। তুরস্কের প্রেসিডেন্টের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় নিরাপদ অঞ্চল গড়ে তোলা, শরণার্থী সংকট, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের নেতার কথা হয়েছে এবং এরদোয়ান সিরিয়ার কুর্দি ওয়াই পি জি মিলিশিয়াদেরকে সমর্থন না দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, দুই দেশ যে কোনও ধরনের সন্ত্রাস মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তাছাড়া, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের অবদানের জন্য তিনি দেশটিকে স্বাগতও জানিয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্র সমর্থিত মিলিশিয়া বাহিনীর মিত্রজোট ‘দ্য সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এসডিএফ) শনিবার থেকে রাক্কায় আইএসের বিরুদ্ধে প্রচারণার নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। ওয়াই পি জি মিলিশিয়ারা এই এসডিএফ এরও শরিক।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ওয়াই পি জি মিলিশিয়াদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে তুরস্কের সঙ্গে সম্পর্ক ভাল ছিল না। তুরস্ক ওয়াইপিজি কুর্দি মিলিশিয়াদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবেই দেখে। তবে মঙ্গলবারের ফোনালাপে ট্রাম্প তুরস্কের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন উভয় দেশের নেতার কর্মকর্তারাই। রয়টার্স।