Home Hot News Today টাবু ও অজয়ের পর্দা ভাগাভাগি

টাবু ও অজয়ের পর্দা ভাগাভাগি

টাবুর বলিউড অভিষেক হয়েছিল অজয় দেবগনের বিপরীতে বিজয়পথ ছবি দিয়ে। ১৯৯৯ সালে তক্ষক সিনেমার পর আর কোনো চলচ্চিত্রে একসঙ্গে তাঁরা অভিনয় করেননি। অনেক দিন পর এবার তাঁদের দেখবে দর্শক দৃশ্যম চলচ্চিত্রে। এটি একই নামের একটি মালয়ালম চলচ্চিত্রের রিমেক।

download (7)

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী টাবু এতে অভিনয় করবেন পুলিশের চরিত্রে। আরও খবর, অজয়ের বিরুদ্ধেই নাকি তিনি তাক করবেন পিস্তল!

images (1)

এক সাক্ষাৎকারে টাবু বলছিলেন, ‘আমি কখনোই ভাবিনি আমরা এভাবে একে অন্যের বিরুদ্ধে অভিনয় করব। বোঝাই যাচ্ছে, আমাদের চলচ্চিত্র সময়ের ব্যবধানে কতটা পাল্টে গেছে!’ পর্দায় টাবুকে দেখা যাবে বিরতির কাছাকাছি সময়ে। তিনটি গুরুত্বপূর্ণ দৃশ্যে টাবু ও অজয় পর্দা ভাগাভাগি করে নেবেন।