ব্রিটেনের টাওয়ার হ্যামলেটসের নতুন মেয়র হলেন লেবার পার্টির জন বিগস। নির্বাচনে শেষ হাসি হাসলেন তিনিই। পারলেন না বাঙালি মেয়ে রাবিনা খান।
টাওয়ার হ্যামলেট মেয়র নির্বাচনে গত নির্বাচনে লুৎফুর রহমানের কাছে পরাজিত হয়েছিলেন জন বিগস। এবার লুৎফুর রহমান সমর্থিত প্রার্থী কাউন্সিলর রাবিনা খানকে ৬ হাজার ৩৭০ ভোটে পরাজিত করে মেয়র পদটি প্রথমবারের মত লেবারের দখলে নিলেন বিগস।
বারার ১ লাখ ৮৪ হাজার ৬৫৬ ভোটের মধ্যে বৃহস্পতিবার ৬৯ হাজার ৬৪৩ জন ভোটার ভোট প্রয়োগ করেন। ভোটের হার ৩৭.৭৩ শতাংশ।
নির্বাচনে জন বিগস পেয়েছেন ৩২ হাজার ৭৫৪ ভোট। আর রাবিনা খান পেয়েছেন ২৬ হাজার ৩৮৪ ভোট। আর এর মাধ্যমে টাওয়ার হ্যামলেট হাতছাড়া হলো বাঙালিদের। সেই সঙ্গে দিতে হলো গত নির্বাচেনে ভোট জালিয়াতি ও অনিয়মের
এর আগে প্রথম রাউন্ড ভোটে জন বিগস পান ২৭ হাজার ২৫৫ ভোট। আর রাবিনা খান পান ২৫ হাজার ৭৬৩ ভোট। ফলে প্রথম রাউন্ডে কোন প্রার্থী ৫০ ভাগ ভোট না পাওয়ায় দ্বিতীয় রাউন্ড পর্যন্ত গড়ায় ভোট গণনা।
দ্বিতীয় রাউন্ডে জন বিগস পান ৫ হাজার ৪৯৯ ভোট। আর রাবিনা খান পেয়েছেন ৬২১ ভোট। স্বাভাবিকভাবেই জন বিগস্ ৬ হাজার ৩৭০ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
উত্তেজনাপূর্ণ নির্বাচনে জন বিগস বিজয়ী হওয়ায় তার সমর্থকদের মাঝে বিজয়ের আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে।
এদিকে, কাউন্সিলের স্টেপনি ওয়ার্ডে পূর্ণ নির্বাচনে লেবার দলীয় প্রার্থী সাবিনা আক্তার ১ হাজার ৬৪৩ ভোটে পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবু তালহা চৌধুরী। তিনি পেয়েছেন ১ হাজার ৪৭২ ভোট।
২০১৪ সালের ২২ মে অনুষ্ঠিত টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচনে সাবেক নির্বাহী মেয়র লুৎফুর রহমান দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।
কিন্তু পোস্টাল ভোট জালিয়াতিসহ ৭টি অভিযোগ এনে আদালত গত ২৩ এপ্রিল লুৎফুর রহমানকে দোষী সাব্যস্ত করে পুনঃনির্বাচনের আদেশ দেন।
লুৎফর রহমান নির্বাচনে অংশ নিতে না পেরে সমর্থন দিয়েছিলেন রাবিনা খানকে।
মোট ১০ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।