জলবায়ু পরিবর্তন প্রতিরোধে প্যারিস চুক্তির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও জি ২০ ভুক্ত দেশগুলোর বিভেদ স্পষ্টভাবে ফুটে উঠেছে। জি২০ সম্মেলন শেষে জি২০ নেতৃত্বের চূড়ান্ত বিবৃতিতে এই বিভেদ ফুটে উঠেছে।
হামবুর্গে অনুষ্ঠিত এই সম্মেলন শেষে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল বলেন, একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া সব সদস্য রাষ্ট্রই মনে করে প্যারিস জলবায়ু চুক্তির শর্ত অপরিবর্তনীয়। তিনি সম্মেলন শেষে সাংবাদিকদের বলেন, আমার মনে হয় এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমার ঐকমত্যে পৌছাতে পারেনি। তবে পার্থক্যগুলো লুকোছাপা থাকেনি, তা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছিলেন ওয়াশিংটন প্যারিস চুক্তিতে আবারো ফিরে আসতে পারে। তবে মেরকেল সেটা মনে করেন না। জি ২০ সম্মেলন শেষে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ছাড়া জি ২০ ভুক্ত অন্য রাষ্ট্রগুলো মনে করে প্যারিস চুক্তি অপরিবর্তনীয়। ট্রাম্পের সঙ্গে বিরোধের অন্য আরেকটি জায়গা অন্যায্য বাণিজ্য সংরক্ষণবাদী নীতি। এই প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, জি২০ নেতৃত্ব সব ধরণের অন্যায্য বাণিজ্যর বিরুদ্ধে লড়াইয়ে সম্মত হয়েছে এবং এই বিষয়ে সুরক্ষার আইনি কাঠামো তৈরির প্রয়োজনীয়তা স্বীকার করেন।
এই সম্মেলনেই প্রথমবারের মতোই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্মেলন শেষে দেয়ান বিবৃতিতে মেরকেলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনি খুব দারুণভাবে সম্মেলনটি আয়োজন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চ্যান্সেলর। রয়টার্স।