জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ফের আদালত বদলের আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন।
ওই মামলায় বিচারকের প্রতি অনাস্থার আবেদন বিশেষ জজ আদালতে নাকচ হওয়ার পর হাইকোর্টে আবেদন করেন খলেদা জিয়া।
মামলাটি ঢাকার সিনিয়র বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানি পর্যায়ে রয়েছে।
এর আগে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার মামলার বিচারের দায়িত্বে ছিলেন। তবে খালেদার অনাস্থার আবেদনে হাই কোর্ট গত ৮ মার্চ বিচারক বদলে কামরুল হোসেন মোল্লাকে মামলার দায়িত্ব দেন।
খালেদা জিয়া গত ১৩ এপ্রিল আত্মপক্ষ সমর্থনের নির্ধারিত দিনে জজ আদালতে হাজির হলে তার আইনজীবীরা বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক।