জার্মান টেলিভিশনে শুক্রবার সকালে ঈদের জামাতের খবর প্রচারিত হয়েছে। দেশের ইতিহাসে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের খবর প্রচারের এটিই প্রথম ঘটনা। জার্মানসহ ইউরোপের বিভিন্ন দেশে আজ(শুক্রবার) ঈদ উল ফেতর পালিত হচ্ছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৪টা ৪৫ মিনিটে জার্মানির সরকারি টেলিভিশনে স্থানীয় পেনজবার্গ মসজিদ থেকে মুসল্লিদের ঈদের জামাত আদায়ের খবর সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া স্থানীয় এক রেডিওতেও ঈদের নামাজ আদায়ের খবর প্রচার করা হয়েছে। পেনজবার্গের বাভারিয়ান শহরের ওই মসজিদে কমপক্ষে ১ হাজার মুসলিম ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।
শুক্রবার সকালে সরকারি টেলিভিশনে দু ঘণ্টার যে ধর্মীয় অনুষ্ঠার প্রচার করা হয় তাতেই ঈদের জামাতের ওই সচিত্র প্রতিবেদনটি প্রচার করা হয়েছিল বলে আল জাজিরা জানিয়েছে। এতে মুসলমানদের সিয়াম সাধনা, পবিত্র কোরআনের কিছু অংশ পাঠ এবং ঈদের ওপর ক্যাথলিক ও প্রটেস্টাইন খ্রিস্টান নেতাদের বিবৃতিও প্রচার করা হয়েছিল।
ওই অনুষ্ঠান প্রচারের আগে এর অন্যতম আয়োজক বেঞ্জামিন ইদরিজ নামের আল জাজিরাকে বলেন, আজ থেকে জার্মানিতে মুসলিমদের নতুন ইতিহাস শুরু হল।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল মুসলিম নেতাদের সঙ্গে এক ইফতার পার্টিতে অংশ নেয়ার দু সপ্তাহ পর সরকারি টেলিভিশনে এই ঈদ অনুষ্ঠানটি প্রচারিত হল। এটিও ছিল একটি ঐতিহাসিক ঘটনা। কেননা মের্কেল হচ্ছেন জার্মানির প্রথম ক্ষমতাধর ব্যক্তি যিনি ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন।