নতুন নির্বাচন কমিশন (ইসি) জনগণের আস্থা অর্জন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেছেন, দেশের মানুষের আস্থা অর্জনই নবগঠিত ইসির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আশা করি তাদের কাজে জনমতের প্রতিফলন ঘটবে।

রাষ্ট্রদূত বলেন, বন্ধু ও শুভাকাঙ্খি হিসেবে আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ইসি গঠন প্রক্রিয়া ও পরবর্তী বিষয়গুলো যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে।

আজ সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, আমার ৩৫ বছরের কূটনৈতিক জীবনে আমি কখনোই বাংলাদেশে মতো জটিল রাজনৈতিক পরিস্থিতি দেখিনি। এটা গুরুতর চ্যালেঞ্জ।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো জোরদার করা এবং নতুন মার্কিন প্রশাসন নিয়ে সেতুমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলে জানান বার্নিকাট।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আমরা সব সময় আলোচনা করি, এটা চলমান রয়েছে।

বার্নিকাট সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা খুবই মানবেতার জীবন যাপন করছে। তাদের প্রতি আমাদের দৃষ্টি দেয়া উচিত।

মিয়ানমারের ভাগ্য বিড়ম্বিত এসব নাগরিকদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন বার্নিকাট।

তিনি বলেন, বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রও রোহিঙ্গাদের পাশে আছে, উদ্বাস্তুদের আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

কক্সবাজার থেকে রোহিঙ্গাদের হাতিয়ার ঠেঙ্গার চরে সরিয়ে নেয়ার সরকারের সিদ্ধান্ত সম্পর্কে মতামত জানতে চাইলে বার্নিকাট বলেন, আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। রোহিঙ্গারা কী চায় সেটিকেই আমাদের গুরুত্ব দেয়া উচিত। তারা অন্য জায়গায় যেতে চায় কি-না সেটি দেখতে হবে। মনে রাখতে হবে রোহিঙ্গারা মানসিক আঘাতপ্রাপ্ত। এমন কোনো কাজ করা উচিত হবে না, যাতে তারা মানসিকভাবে আরো বিপর্যস্ত হয়ে পড়ে।

মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন বর্জনের ঝুঁকি বিএনপি নেবে বলে আমার মনে হয় না। বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। এর পরিণামে তাদের দল দুর্বল, সংকুচিত ও এলোমেলো হয়ে গেছে। তাই ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে তাদের অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা ঝুঁকি থেকে যায়। সেই ঝুঁকি তারা নেবে বলে আমার বিশ্বাস হয় না।

নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বিএনপির মন্তব্যে সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মধ্যে একটি নেতিবাচক বিষয় চলে এসেছে। মানি না, মানবো না- এই মানসিকতায় তারা ভুগছে। এটা থেকে তারা বের হতে পারছে না। তবে দেখবেন তারা ঠিকই নির্বাচনে অংশ নেবে।

বিএনপি নির্বাচনে আসবে এটা কিভাবে নিশ্চিত হচ্ছেন- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনীতি করে। তাদেরও তো রাজনৈতিক কৌশল আছে। আরেকটি নির্বাচনে অংশ না নিলে তাদের অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আশংকা রয়েছে। এটা তারও বুঝেন। কাজেই তারা নির্বাচনে অংশ নেবে।