চীনে অ্যারোবেটিক প্রশিক্ষণ মহড়ার সময় দুর্ঘটনায় এক নারী বৈমানিক নিহত হয়েছেন। তিনি প্রথম নারী হিসেবে চীনের জে-১০ জঙ্গি বিমান চালান। সোমবার রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমে একথা বলা হয়।
নিহত নারী বৈমানিকের নাম ইউ জু (৩০)। তিনি চীনা বিমান বাহিনীর ‘আগস্ট ফার্স্ট’ অ্যারোব্যাটিক ডিসপ্লে দলের সদস্য ছিলেন। চায়না ডেইলি পত্রিকা জানিয়েছে, সপ্তাহান্তে উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে প্রশিক্ষণের সময় আরেকটি বিমান তার বিমানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি মারা যান। যদিও তার পুরুষ কো-পাইলট বেঁচে যান।